Monday, 29 April 2024

   07:58:36 AM

logo
logo
বিজয় দিবস নিয়ে নাটক ‘পঞ্চাশ বছরের বাড়ি’

3 years ago

আরএমপি নিউজ: শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের ‘বাড়ি’ সিক্যুয়েলের গল্প নিয়ে নির্মিত হয়েছে মুক্তিযুদ্ধের নাটক ‘পঞ্চাশ বছরের বাড়ি’।

মহান বিজয় দিবস উপলক্ষে নির্মিত মুক্তিযুদ্ধের তাৎপর্যপূর্ণ নাটকটি এই বিজয়ের মাসের প্রথম প্রহর থেকে মাসব্যাপি চ্যানেল আই প্রচার করবে।

নাটকটির কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে মামুনুর রশীদ, আবদুল্লাহ রানা, আগুন, নাদিয়া নদী ও অবিদ রেহানকে। নাটকটির গল্পে দেখা যাবে, ওরা চার বন্ধু। এক সাথে মুক্তিযুদ্ধ করেছে। এক সময় কিনে রাখে বিশাল এক জমি। স্বপ্ন ছিলো, যুদ্ধ শেষে একটি লাইব্রেরি করবে। সেখানে থাকবে শুধু যুদ্ধস্মৃতি। কিন্তু পঞ্চাশ বছর পর সব স্বপ্ন ওলট-পালট হয়ে যায়। ঘটতে থাকে নানা ঘটনা। ১৬ ডিসেম্বর রাত ৮টায় নাটক চ্যানেল-আইতে দেখানো হবে।

নাটকটির নাট্যরূপ ও পরিচালনা করেছেন অরুণ চৌধুরী। ‘বাড়ি’ সিক্যুয়েলের এটি ১৫তম নাটক। এক ঘণ্টার এ নাটক নির্মাণ সম্পর্কে অরুণ চৌধুরী বলেন, প্রতি বছর বিজয় দিবস এলে আমি বিশেষ নাটক নির্মাণ করি। এটা ২০১২ সাল থেকে নিয়মে দাঁড়িয়েছে।