Saturday, 05 October 2024

   06:13:51 PM

logo
logo
আমেরিকান বিজনেস ম্যাগাজিন ‘ফোর্বস’র তালিকায় পরীমণি

3 years ago

আরএমপি নিউজ: ঢালিউডের একমাত্র অভিনেত্রী পরীমণি আমেরিকান বিজনেস ম্যাগাজিন ‘ফোর্বস’র এশিয়ার ১০০ ডিজিটাল তারকার তালিকায়। শীর্ষক এই জরিপে ৭০ নম্বরে জায়গা করে নিয়েছেন পরীমণি।

সোমবার প্রকাশিত ওই তালিকায় ‘স্বপ্নজাল’-খ্যাত এই গ্ল্যামারাস অভিনেত্রীপরীমণি সম্পর্কে লেখা হয়, ফেসবুকে প্রায় ১ কোটি ফলোয়ার রয়েছে মনির। আসল নাম শামসুন্নাহার স্মৃতি।

পরিমণি বলেন, ‘এটি আমার জন্য অনেক আনন্দের এবং ভালোলাগার একটি ঘটনা। কী বলবো ঠিক বুঝে উঠতে পারছি না। আমার নাম তালিকায় রাখার জন্য ধন্যবাদ।’

‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবিতে অভিনয়ের জন্য ২০১৯ সালের সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর একটি চলচ্চিত্রসহ বেশ কিছু চলচ্চিত্রে কাজ করছেন এই অভিনেত্রী।