Friday, 29 March 2024

   09:38:45 PM

logo
logo
মহানগর গোযেন্দা শাখা কর্তৃক চাকুরী নিয়ে দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নেওয়া চক্রের মূল হোতা ও দালাল গ্রেফতার

4 years ago

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা(ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে ইং ২১/০৬/২০১৯ তারিখ সকাল ০৮.৩০ ঘটিকায় শাহমখদুম থানাধীন মহিলা পলিটেকনিক ইন্সটিটিউট এর সামনে হতে দীর্ঘদিন যাবত প্রাইমারী স্কুলের নিয়োগ পরীক্ষার বিভিন্ন প্রার্থীকে উত্তরপত্র সরবরাহ করা এবং চাকুরী নিয়ে দেয়ার কথা বলে বিভিন্ন ভাবে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়া চক্রের মূল হোতা ও দালাল ১। মোঃ মিজানুর রহমান(৪২), পিতা-মৃত রোকোনুজ্জামান, সাং-ফাজিলনগর, থানা-উল্লাপাড়া,
জেলা-সিরাজগঞ্জকে গ্রেফতার করে তার দেহ ও সাথে থাকা ব্যাগ তল্লাশী করে তার দখল হতে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয় সেই মোবাইল ফোনের IMO
Messenger-এ সহকারী শিক্ষক পরীক্ষা-২০১৮ পরীক্ষার প্রশ্নের উত্তর পাওয়া যায়, যা
তিনি কয়েক জনকে সেন্ড করেন। কিন্তু প্রকৃত প্রশ্নপত্রের সাথে কোন মিল পাওয়া যায় নাই। আরো ০১ টি মোবাইল এর ম্যাসেজ ইনবক্সে ব্যাংকে টাকা লেনদেনের প্রমাণ পাওয়া যায় এবং সহকারী শিক্ষক পরীক্ষা-২০১৮ এর প্রশ্নপত্রের ফটোকপি ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর ০২ টি ব্যাংক চেক, আসামীর নামীয় সোনালী ব্যাংক লিমিটেড, নওগাঁ বাজার শাখা সিরাজগঞ্জ এর একটি সঞ্চয়ী চেক বহি ও জনতা ব্যাংক লিমিটেড, চাটমোহর শাখা, পাবনা শাখার মের্সাস ফাইম এন্ড তামিম মৎস্য খামার
নামীয় সঞ্চয়ী চেক বহি এবং সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ০২ টি প্রবেশ পত্র উদ্ধার করা হয়। এ বিষয়ে নগরীর শাহমখদুম থানায় সংশ্লিষ্ট আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং গ্রেফতারকৃত ব্যক্তিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।