Wednesday, 06 December 2023

   10:09:18 AM

logo
logo
পদ্মায় ধরা পড়ল ৮০ কেজি ওজনের বাঘাইড় মাছ!

2 years ago

পদ্মা নদীতে ধরা পড়ল বিশালাকৃতির এক বাঘা আইড় (বাঘাইড়) মাছ। মাছটির ওজন প্রায় ৮০ কেজি।

আজ (১৭ ডিসেম্বর ২০২০) বৃহস্পতিবার ভোরে মাছটি ধরা পড়ে মুন্সীগঞ্জের লৌহজংয় উপজেলার সিঙ্গারহাটি গ্রামের জেলে মো. জহিরের জালে।

পরে মাছটি সকাল ৬টার দিকে মাওয়া ঘাটের মৎস্য আড়তে নিয়ে আসেন জেলেরা। এসময় বিশালাকৃতির বাঘাইড় মাছটি দেখতে ভিড় জমায় উৎসুক জনতা। সেখানে নিলামে মাছটির দাম উঠে ৫৫ হাজার টাকা ।