Wednesday, 06 December 2023

   10:55:30 AM

logo
logo
যীশু খ্রিস্টের জন্মদিন (বড়দিন) উপলক্ষে আরএমপি’র নির্দেশনা

2 years ago

আরএমপি নিউজঃ এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৫/১২/২০২০ তারিখ যীশু খ্রিস্টের জন্মদিন (বড়দিন) উপলক্ষে রাজশাহী মহানগরীতে খ্রীষ্টান ধর্মাবলম্বীগণ বিভিন্ন গীর্জা/উপাসনালয়ে তাঁদের ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি উদযাপন করবেন। কিন্তু কোভিড-১৯ পরিস্থিতিতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ায়  জনস্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় ইতোঃপূর্বে সকল ধর্মীয় অনুষ্ঠানাদি সরকারি নির্দেশনা মেনে স্বাস্থ্যবিধি অনুসরণ করে স্বল্পপরিসরে অনুষ্ঠিত হয়েছে। কোভিড-১৯ পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি সংক্রান্ত সরকারী নির্দেশনাসমূহ প্রতিপালনসহ রাজশাহী মহানগর এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার নিমিত্ত রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৬এর (), ২৯ এর (), (), ৩০ ধারার অর্পিত ক্ষমতাবলে রাজশাহী মহানগর এলাকায় উক্ত তারিখ সকল প্রকার সভা, সমাবেশ সাংস্কৃতিক অনুষ্ঠান, মিছিল, আতশবাজি, পটকা ফুটানোসহ অন্যান্য ক্ষতিকারক দ্রব্য ব্যবহার, অস্ত্রশস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা বা লাঠি বিস্ফোরক দ্রব্য বহন ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে তবে স্বাস্থ্য বিধি মেনে ঘরোয়াভাবে ধর্মীয় আচারাদী পালন করা যাবে আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।