আরএমপি নিউজঃ রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ আবু
কালাম সিদ্দিক মহোদয়ের সার্বিক তদারকি ও দিকনির্দেশনায়, পুলিশ হেডকোয়ার্টার্স এবং এসবি’র
সহায়তায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ৩০/১২/২০২০ খ্রিস্টাব্দ আনুমানিক সকাল ৬.০০ ঘটিকায় আরএমপির
মতিহার থানাধীন খড়খড়ি বাইপাস রোডে খড়খড়ি বাজারের পূর্ব পার্শ্বে মাছের আড়ৎ এর
পাশে ঢাকা বাইপাস মহাসড়কে বিশেষ চেকপোস্ট চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন হরকাতুল
জিহাদ-বাংলাদেশ (হুজি-বি) এর আঞ্চলিক কমান্ডার আসামী ১. মুফতি ইব্রাহিম খলিল (৪১),
পিতা-মৃত আনোয়ার হোসেন, সাং-পুরন্দরপুর (ওয়ার্ড নং-০৮), থানা-ঝিকরগাছা, জেলা-যশোর এবং
অপর সক্রিয় কর্মী আসামী ২। মোঃ আব্দুল আজিজ @ নোমান (২৩), পিতা-আবদুল হালিম, সাং-মোশারফ
মঞ্জিল, বসুরহাট, থানা-কোম্পানিগঞ্জ, জেলা-নোয়াখালিদ্বয়কে বিপুল পরিমাণ জিহাদী বই সহ
আটক করে। আটককৃতদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, মুফতি ইব্রাহিম খলিল খুলনা
ও রাজশাহী অঞ্চলের হুজি-বি এর আঞ্চলিক কমান্ডার এবং মোঃ আব্দুল আজিজ @ নোমান হুজি'র
নব্য সদস্য ও সমন্বয়কারী। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরো জানায় যে, তারা সবাই
হুজি-বি এর নেতা মুফতি হান্নান এর অন্যমত সহযোগী আটককৃত নেতা আতিকুল্লাহ ওরফে
জুলফিকার (গাজীপুরের কাশিমপুর কারাগারে আটক রয়েছে) এর নির্দেশনায় হুজি-বি কে পূনর্গঠনের
কাজ করে এবং তাদের সাথে আরো চারজন ছিল যারা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
পলাতক আসামীদের নাম ঠিকানা সংগ্রহপূর্বক গ্রেফতার অভিযান অব্যাহত আছে। গ্রেফতারকৃত
আসামীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
