Monday, 29 April 2024

   10:18:29 AM

logo
logo
তিন বছরের শিশুদেরও টিকা দেবে চীন

2 years ago

আরএমপি নিউজঃ তিন থেকে ১৭ বছর বয়সী শিশুদের সিনোভ্যাকের করোনা টিকা দেওয়ার অনুমোদন দিয়েছে চীন। সিনোভ্যাক বায়োটেক কম্পানির প্রধান ইয়িন উইডং রবিবার (৬ জুন) এই তথ্য জানিয়েছেন। চীনে বর্তমানে যাদের বয়স ১৮ বছরের বেশি, শুধু তাদের টিকা দেওয়া হচ্ছে।

গত ১ জুন চীনের দ্বিতীয় কভিড-১৯ টিকা হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) অনুমোদন পায় সিনোভ্যাকের ‘করোনাভ্যাক’। চীনের শিশুদের এই টিকাই দেওয়া হবে, যদিও ডাব্লিউএইচওর বিশেষজ্ঞ প্যানেল ১৮ বছরের বেশি বয়সীদের জন্য সিনোভ্যাকের টিকার দুই ডোজ সুপারিশ করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পাওয়ার কারণে অন্য দেশগুলো এই টিকায় আস্থা রাখতে পারবে।

সিনোভ্যাকের চেয়ারম্যান ইয়িন উইডং বলেন, তারা একটি সমীক্ষা চালিয়ে দেখেছেন, এই টিকা বয়স্ক ও শিশুদের শরীরে একই রকমভাবে কার্যকর। উল্লেখযোগ্য কোনো পার্থক্য নেই।