Wednesday, 06 December 2023

   10:26:06 AM

logo
logo
সামরিক শক্তি বাড়ানোর নির্দেশ দিলেন কিম জং উন

2 years ago

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তার দেশের সামরিক শক্তি বাড়ানোর জন্য কর্মকর্তাদেরকে নির্দেশ দিয়েছেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ আজ (শনিবার) এ খবর দিয়েছে।

উত্তর কোরিয়ার সেন্ট্রাল মিলিটারি কমিশনের সঙ্গে বৈঠকে কিম জং উন বলেছেন, দেশের সামগ্রিক শক্তি বাড়াতে হবে। এছাড়া, কোরীয় উপদ্বীপের পরিস্থিতি দ্রুত পরিবর্তন হওয়ায় তিনি সামরিক বাহিনীকে উচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেন।

তবে এ জন্য সামরিক বাহিনীকে কী ধরনের তৎপরতা চালাতে হযবে সে সম্পর্কে বিস্তারিত কিছু বলে নি কেসিএনএ।

উত্তর কোরিয়ার সামগ্রিক জাতীয় প্রতিরক্ষা বিষয়ক নতুন অবস্থা তৈরীর মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিম জং উন আলোচনা করেন।

এছাড়া, দেশের অর্থনীতি দৃঢ়ভিডিও অস্থিতিশীল করার বিষয়ে কিম জং উন একটি পরিকল্পনা প্রকাশ করেন। সূত্র: পার্সটুডে