Thursday, 18 April 2024

   10:56:02 PM

logo
logo
রাজশাহী’র কাটাখালীতে সংঘটিত ডাকাতি মামলার ০৪ ডাকাত গ্রেফতারসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার

4 years ago

গত ০৬/০৯/২০১৯ খ্রিঃ রাত্রী অনুমান ০১.০০ ঘটিকার সময় কাটাখালী থানাধীন পালপাড়া ঢালান রাজশাহী টু নাটোরগামী মহাসড়কের উপর অজ্ঞাতনামা ৬/৭ জন ডাকাত রেডিয়েন্ট ডিস্ট্রিবিউশনস্  লিঃ ঔষধ কোম্পানীর নিজস্ব সাদা মাইক্রোবাস যোগে নাটোর হইতে রাজশাহী আসার পথে উল্লেখিত স্থানে পৌঁছালে পিছন হইতে একটি অজ্ঞাতনামা মাইক্রোবাস যোগে ডাকাত দল, গাড়িটির পথরোধ করে। ডাকাতদের হাতে থাকা দেশি অস্ত্র-শস্ত্র দ্বারা তাহাদেরকে মারপিট করিয়া কোম্পানীর ঔষধ বিক্রয়ের কালেকশনকৃত  টাকা সহ মোবাইল ও সোনার আংটি ছিনিয়ে নেয়। লুণ্ঠিত মালামাল ও টাকার সর্বমোট মূল্য অনুমান ৩,৭২,১৭৩/-(তিন লক্ষ বাহাত্তর হাজার একশত তিয়াত্তর) টাকা। ডাকাতদল অতঃপর নাটোর অভিমুখে যাত্রা করে। এই ঘটনায় মোঃ শামীম পারভেজ(২৬), পিতা-মোঃ হাফিজুর রহমান, সাং-কুঠি দূর্গাপুর, থানা ও জেলা-ঝিনাইদহ, বর্তমান সাং-রেডিয়েন্ট ডিস্ট্রিবিউশনস্ লিঃ, পুরাতন বিলসিমলা(রাজীব চত্ত¡র), থানা-বোয়ালিয়া, মহানগর রাজশাহী বাদী হয়ে থানাতে একটি অভিযোগ দায়ের করেন। উক্ত অভিযোগের প্রেক্ষিতে কাটাখালী থানার মামলা নং-১১, তারিখ-০৬/০৯/২০১৯ খ্রিঃ, ধারা-৩৯৫/৩৯৭ দঃ বিঃ রুজু করা হয়। মতিহার বিভাগের ডিসি জনাব মোঃ জয়নুল আবেদীন ডাকাতদের গ্রেফতার করার জন্য কাটাখালী থানার অফিসার ইনচার্জকে নির্দেশ প্রদান করেন এবং মামলাটি একটি এসআর মামলা হিসাবে ঘোষণা করেন। মামলাটি আরএমপি’র সুযোগ্য পুলিশ কমিশনার জনাব মোঃ হুমায়ুন কবির, বিপিএম, পিপিএম মহোদয়ের সার্বিক তত্বাবধানে ডিসি মোঃ জয়নুল আবেদীন মতিহার বিভাগ মহোদয়ের নিবিড় তত্ত¡াবধানে ডাকাতদের গ্রেফতার সহ লুন্ঠিত মালামাল উদ্ধারের উদ্দেশ্যে কাটাখালী থানার অফিসার ইনচার্জ মোঃ জিল্লুর রহমান সহ একটি দলকে প্রেরণ করলে রাজপাড়া থানা এলাকা হইতে ০৯/০৯/২০১৯ খ্রিঃ ডাকাত দলের সদস্য (১) নুরু(২১), পিতা-মোঃ মোখলেছুর রহমানকে গ্রেফতার করা হয়। আসামী নুরু’র দেওয়া তথ্য মতে এই মামলার সহিত জড়িত অন্যান্য ডাকাত (২) মোঃ টিপু সুলতান(২৫), পিতা-মোঃ শাহজাহান আলী, সাং-বোয়ালিয়া, থানা ও জেলা চুয়াডাঙ্গা বর্তমান সাং-পুরাতন বিলসিমলা(রাজিব চত্বর), থানা-বোয়ালিয়া মহানগর রাজশাহী, (৩) মোঃ রুবেল ইসলাম(২৫), পিতা-মোঃ আনোয়ার হোসেন, সাং-চন্ডিপুর, থানা-রাজপাড়া, (৪) মোঃ মুশফিকুর রহমান  মনিপ(২৩), পিতা-মোঃ মশিউর রহামান, সাং-দাশপুকুর ব্যাংক কলোনী, থানা রাজপাড়া,  মাহানগর রাজশাহীদের রাজপাড়া থানার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ডাকাতদের গ্রেফতার করে তাহাদের নিকট হইতে লুন্ঠিত নগদ ১,১৭,০০০/-( এক লক্ষ সতের) হাজার টাকা, লুন্ঠিত একটি মোবাইল ফোন, ডাকাতদের কাজে ব্যবহৃত একটি সিলভার কালারের নোহা মাইক্রোবাস, যাহার রেজিঃ নং -ঢাকা মেট্রো চ-১১-৬৫২৬ উদ্ধারপূর্বক জব্দ করা হয়। ডাকাতদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দপূর্বক তাহাদের জবানবন্দি রেকর্ডের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ডাকাতি মামলার সহিত জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।