Friday, 19 April 2024

   11:25:42 AM

logo
logo
টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান গেইলের

2 years ago

আরও একটি রেকর্ড গড়লেন ক্রিস গেইল। টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে ১৪ হাজার রানের মালিক হলেন ওয়েস্ট ইন্ডিজের এই তারকা ব্যাটসম্যান। 

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় খেলায় ৩১ বল বাকি থাকতেই ৬ উইকেটের বড় জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। 

শুধু ম্যাচ জয়ই নয়, এদিন জয় পাওয়ার মধ্য দিয়ে সিরিজ নিশ্চিত করে ওয়েস্ট ইন্ডিজ। দলের জয়ে মাত্র ৩৮ বলে ৭টি ছক্কা আর চারটি বাউন্ডারির সাহায্যে দলীয় সর্বোচ্চ ৬৭ রান করেন গেইল।

ম্যাচ জয়ী এই ইনিংসের পাশাপাশি প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ১৪ হাজার রানের রেকর্ড গড়েন গেইল।

টি-টোয়েন্টি ক্রিকেট ক্যারিয়ারে ২২টি সেঞ্চুরি ও ৮৭টি ফিফটির সাহায্যে ৩৭.৬৩ গড়ে সর্বোচ্চ ১৪ হাজার ৩৮ রান করেন গেইল। 

টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রানের তালিকায় গেইলের ধারে কাছে আর কেউ নেই। দ্বিতীয় সর্বোচ্চ ১০ হাজার ৮৩৬ রান করেছেন কাইরন পোলার্ড। ১০ হাজার ৭৪১ রান রান করেছেন পাকিস্তানের অলরাউন্ডার শোয়েব মালিক। ডেভিড ওয়ার্নার করেছেন ১০ হাজার ১৭ রান। তিনি আছেন চার নম্বরে। বিরাট কোহলি ও ব্রেন্ডন ম্যাকালাম রয়েছেন পাঁচ নম্বরে। তাদের দুজনেরই রান সংখ্যা ৯ হাজার ৯২২।