Monday, 04 December 2023

   04:03:56 PM

logo
logo
চীনে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ট্রেন উন্মোচন

2 years ago

আরএমপি নিউজঃ চীন উচ্চ গতি সম্পন্ন একটি ম্যাগেলভ ট্রেন উন্মোচন করেছে। এটির গতিবেগ ঘণ্টায় ৬০০ কিলোমিটার।মঙ্গলবার (২০ জুলাই) ট্রেনটি উন্মোচন করা হয়।

সম্পূর্ণ নিজস্ব পদ্ধতিতে তৈরি ট্রেনটি চীনের উপকূলীয় শহর কিংডাওয়ে উৎপাদন করা হয়েছে। এটি বিশ্বের সবচেয়ে দ্রুতগামী স্থলযান। 

ইলেক্ট্রোম্যাগনেটিক শক্তি ব্যবহারের মাধ্যমে ম্যাগেলভ ট্রেনটি লাইনের উপর দিয়ে ভেসে চলাচল করে। এক্ষেত্রে রেললাইনের সঙ্গে ট্রেনের বডির কোনো সংযোগ নেই। ম্যাগেলভ ট্রেনের মাধ্যমে মাত্র আড়াই ঘণ্টায় বেইজিং থেকে সাংহাই পৌঁছানো সম্ভব। উভয় শহরের মাঝে দূরত্ব এক হাজার কিলোমিটারের বেশি (৬২০ মাইল)।

অন্যদিকে, এই দূরত্ব পাড়ি দিতে বিমানে করে সময় লাগে ৩ ঘণ্টা এবং বুলেট ট্রেনে লাগে সাড়ে ৫ ঘণ্টা।