Friday, 26 April 2024

   02:00:50 AM

logo
logo
৩৩ বছরের রেকর্ড ভেঙে দ্রুততম মানবী এলেইন টম্পসন

2 years ago

আরএমপি নিউজঃ চোখ ধাঁধানো পারফরম্যান্সে টোকিও অলিম্পিকে দ্রুততম মানবী হয়েছেন জ্যামাইকার এলেইন টম্পসন। ৩৩ বছর ধরে টিকে থাকা অলিম্পিক রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি।

১৯৮৮ সালের সিউল অলিম্পিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরেন্স গ্রিফিথ-জয়নার ১০ দশমিক ৬২ সেকেন্ড টাইমিং নিয়ে এতদিন অলিম্পিকসের রেকর্ড টাইমিংয়ের মালিক ছিলেন।

শনিবার (৩১ জুলাই) মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে তিনটি পদকের সবগুলো জিতেছে জ্যামাইকা। মাত্র ১০.৬১ সেকেন্ড সময় নিয়ে সোনা ধরে রাখলেন ২৯ বছর বয়সী টম্পসন। গত ২০১৬ রিও অলিম্পিকেও ১০০ মিটারে সেরা হয়েছিলেন তিনি।

২০০৮ বেইজিং ও ২০১২ লন্ডন অলিম্পিকে সোনার পদক পাওয়া অভিজ্ঞ শেলি অ্যান ফ্রেজার-প্রাইস জিতেছেন রুপা। তিনি দৌড় শেষ করেন ১০.৭৪ সেকেন্ডে। ১০.৭৬ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন শেরিকা জ্যাকসন।