Thursday, 30 March 2023

   10:00:28 AM

logo
logo
ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মনোনীত হলেন মোহাম্মাদ মোখবের

1 year ago

আরএমপি নিউজঃইসলামি প্রজাতন্ত্র ইরানের ফার্স্ট ভাই প্রেসিডেন্ট হিসেবে মোহাম্মাদ মোখবেরকে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি।

রোববার (৮ আগস্ট) এক ডিক্রি জারির মাধ্যমে প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি ডক্টর মোহাম্মাদ মোখবেরকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে মনোনয়নের বিষয়টি নিশ্চিত করেন। ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পাওয়ার আগে মোহাম্মাদ মোখবের ইমাম খোমেনীর নির্দেশনা বাস্তবায়ন দপ্তরের প্রধান হিসেবে ২০০৭ সাল থেকে কর্মরত ছিলেন। এছাড়া, তিনি সিনা ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান এবং খুজেস্তান প্রদেশের ডেপুটি গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন।

ইরানের দেজফুলে মোহাম্মাদ মোখবের জন্মগ্রহণ করেন। ২০১০ সালে ইউরোপীয় ইউনিয়ন মোহাম্মদ মোখবেরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। ইরানের পরমাণু এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে তার কথিত জড়িত থাকার অভিযোগে এই ব্যবস্থা নেয় ইউরোপীয় ইউনিয়ন। অবশ্য, দুই বছর পর ইউরোপীয় ইউনিয়ন নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়।

প্রেসিডেন্ট রায়িসি অন্য এক ডিক্রি জারির মাধ্যমে গোলাম হোসেন ইসমাইলিকে প্রেসিডেন্টের দপ্তরের চিফ অফ স্টাফ নিয়োগ দিয়েছেন। এর আগে ইসমাইলি ইরানের বিচার বিভাগের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন।

গত ৫ আগস্ট ইরানের নতুন প্রেসিডেন্ট শপথ নিয়েছেন। এরপর তিনি মন্ত্রিসভা গঠনের প্রক্রিয়া শুরু করেছেন। নতুন মন্ত্রিসভার তালিকা প্রস্তুত করে তিনি সংসদে জমা দেবেন। সেখানে যাচাই বাছাই ও শুনানি শেষে মন্ত্রীদের নিয়োগ চূড়ান্ত হবে।