Tuesday, 18 February 2025

   07:27:41 PM

logo
logo
জাম্বিয়ার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন বিরোধীদলীয় নেতা হিচিলিমা

3 years ago

জাম্বিয়ার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন বিরোধীদলীয় নেতা হাকাইন্ডে হিচিলিমা। নির্বাচনে পরাজিত হয়েছেন বর্তমান প্রেসিডেন্ট এডগার লুঙ্গু।

সোমবার দেশটির নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করে। নির্বাচনে ১৫৬টি আসনের বিপরীতে দুই কোটি ৮ লাখ ১০ হাজার ৭৫৭ ভোট পেয়ে জয় নিশ্চিত করেন এই ধনকুবের। অন্যদিকে, বর্তমান প্রেসিডেন্ট এডগার লুঙ্গু পেয়েছেন ১ কোটি ৮১ লাখ ৪ হাজার ২০১ ভোট। লুঙ্গু এবার দ্বিতীয়বারের মত এ প্রতিদ্বন্দ্বিতা করেন । ২০১৫ সাল থেকে প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আছেন ৬৪ বছর বয়সী লুঙ্গু ।

রাজনীতিতে আসার আগে হিচিলিমা একটি অ্যাকাউন্টিং ফার্মের প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন। বৃহস্পতিবারের ভোটে জাম্বিয়ার বৃহত্তম বিরোধী দল ইউনাইটেড পার্টি ফর ন্যাশনাল ডেভেলপমেন্টের (ইউপিএনডি) ব্যানারে হিচিলিমা ১০টি বিরোধী দলেরও সমর্থন পান।

এদিকে, নির্বাচনের ফলাফল জানার পর রাস্তায় মিছিল বের করেন হিচিলিমার সমর্থকরা।