Saturday, 05 October 2024

   07:26:27 PM

logo
logo
‘ফাটাকেষ্ট’ মিঠুনের জীবনের গল্প আসছে বইয়ের পাতায়

3 years ago

ভারতের খ্যাতিমান অভিনেতা মিঠুন চক্রবর্তীর বর্ণময় জীবনের গল্প উঠে আসবে বইয়ের পাতায়। এ বইয়ে বাংলাদেশে জন্ম নেওয়া গৌরাঙ্গ চক্রবর্তী থেকে মিঠুন এবং বলিউডে ‘দাদা’ আর বাঙালিদের ‘ফাটাকেষ্ট’ হয়ে ওঠার গল্প লিপিবদ্ধ থাকবে। বাদ যাবে না ব্যক্তি মিঠুনের হতাশা ও ভয়ের কথাও।

বইটি লিখেছেন মুম্বাইয়ের চলচ্চিত্র সাংবাদিক কমল মুখার্জি। বইটির নামকরণ করা হয়েছে ‘মিঠুন চক্রবর্তী, দ্য দাদা অব বলিউড’। তবে এ অভিনেতা চাননি তাকে নিয়ে কিছু লেখা হোক। জানা গেছে, বলিউডের কিংবদন্তি অভিনেত্রী হেমা মালিনীর অনুরোধেই কমল মুখার্জি বই লেখার অনুমতি দেন মিঠুন চক্রবর্তী।

সোশ্যাল মিডিয়ায় বইয়ের প্রচ্ছদ শেয়ার করে কমল লিখেছেন, ‘দুই বছরের গবেষণা আর আমার সাংবাদিকতা জীবনের ১৫ বছরের অভিজ্ঞতা। যখন সবাই ঘরবন্দী তখন আমি ভেবেছি একটি জীবনী লেখার জন্য। মিঠুন চক্রবর্তীর সঙ্গে অনেক সময় কাটিয়েছি, তার কাছে শোনা গল্প থেকে অনেক কিছু তুলে ধরা চেষ্টা করেছি। তবে তার জীবনী তুলে ধরা সহজ কাজ ছিল না। ’

তিনি আরও জানান, ‘বইটি অনেক কারণেই বিশেষ বই হতে যাচ্ছে। বইটি লেখতে তাকে সহায়তা ও অনুপ্রাণিত করেছেন চন্দ্রিমা পাল ও দিবাকর ঘোষ। ‘মিঠুন চক্রবর্তী, দ্য দাদা অব বলিউড’র প্রচ্ছদ করেছেন ভিকি ইন্দানি। এটি রুপা বুকসের ব্যানারে প্রকাশ হবে। পরে বইটি অ্যামাজন, ফ্লিপকার্টসহ ভারতের শীর্ষস্থানীয় বইয়ের দোকানে পাওয়া যাবে।’