Monday, 11 December 2023

   06:20:27 PM

logo
logo
লা লিগায় ড্র করল রিয়াল মাদ্রিদ

2 years ago

লা লিগায় নিজেদের দ্বিতীয় ম্যাচেই এসে হোঁচট খেল রিয়াল মাদ্রিদ। লেভান্তের সাথে ৩-৩ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাদের।  

ম্যাচের ৫ মিনিটেই গোল করেন গ্যারেথ বেল। ২০১৯ সালের পর লা লিগায় এই প্রথম গোলে পেলেন তিনি। দ্বিতীয়ার্ধ শুরুতেই লেভান্তে সমতায় ফিরে। ৫৭ মিনিটে হোসে কাম্পানার গোলে এগিয়ে যায় লেভান্ত।

৭৩ মিনিটেই রিয়ালকে সমতা ফেরান ব্রাজিলিয়ান তরুণ ভিনসিয়াস। ৭৯ মিনিটে আবারো এগিয়ে যায় লেভান্তে। ৮৫ মিনিটে রিয়ালকে রক্ষা করেন ভিনসিয়াস। তার গোলেই শেষ পর্যন্ত ড্র নিয়েই মাঠ ছাড়েন।