Thursday, 18 April 2024

   11:11:24 PM

logo
logo
রাজশাহী মহানগরীর চর মাঝারদিয়াড়েতে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

1 year ago

রাজশাহী মহানগরীর চর মাঝারদিয়াড়েতে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

আরএমপি নিউজ: রাজশাহী মহানগরী’র দামকুড়া থানাধীন দুর্গম চর মাঝারদিয়াড় এলাকায় অনুষ্ঠিত হয়েছে বিট পুলিশিং সভা।

আজ ৪ ফেব্রুয়ারি, ২০২৩ অপরাহ্ণে দামকুড়া থানা ও কমিউনিটি পুলিশিং ফোরাম, আরএমপি, রাজশাহী’র উদ্যোগে চর মাঝারদিয়াড়েতে বিট পুলিশিং সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার জনাব মো: আনিসুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়।

অনুষ্ঠানে পুলিশ কমিশনার মহোদয় বলেন, বিট পুলিশিং এর মাধ্যমে বাড়ী বাড়ী পুলিশি সেবা পৌছে দেওয়া হচ্ছে। দুর্গম চরাঞ্চলেও আমরা পুলিশি সেবা দিচ্ছি। আপনাদের যে কোনো প্রয়োজনে আমাদের পাশে পাবেন।

চরবাসীর যাতায়াতে রাস্তা নির্মাণে প্রয়োজনীয় পদক্ষেপ নিবেন বলে তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন। এই সুন্দর আয়োজনের জন্য চরবাসীকে ধন্যবাদ জানিয়ে তিনি তাঁর বক্তব্য শেষ করেন। 

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো: ফারুক হোসেন, উপ-পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা)  বিভূতি ভূষন বানার্জী, হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারমান মো: বজলে রেজবি আল হাসান মুঞ্জিল-সহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং স্থানীয় নেতৃবৃন্দ।