Saturday, 05 October 2024

   06:47:04 PM

logo
logo
১৯ জানুয়ারি দেশেও মুক্তি পাচ্ছে ওপার বাংলার সিনেমা 'হুব্বা'

8 months ago

১৯ জানুয়ারি দেশেও মুক্তি পাচ্ছে 'হুব্বা'

দুই বাংলার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। ওপার বাংলার ‘হুব্বা’ নামের সিনেমায় অভিনয় করেছেন তিনি। ব্রাত্য বসু পরিচালিত সিনেমাটি আগামী ১৯ জানুয়ারি পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। একই দিনে সিনেমাটি বাংলাদেশেও মুক্তি পাচ্ছে। সিনেমাটি আমদানি করছে জাজ মাল্টিমিডিয়া। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানানো হয়-বাংলাদেশে মুক্তির জন্য এরইমধ্যে অনুমতি পেয়েছে ছবিটি। জাজের কর্ণধার আব্দুল আজিজ বলেন, অবশেষে সিনেমাটি মুক্তির জন্য আমরা অনুমতি পেয়েছি। বাংলাদেশে ‘হুব্বা’ প্রদর্শনীতে আর কোনো বাধা নেই। আশা করছি ক্রাইম থ্রিলারভিত্তিক সিনেমাটি এ দেশের দর্শককে মুগ্ধ করবে।

পশ্চিমবঙ্গের কুখ্যাত গ্যাং স্টার হুব্বা শ্যামলের জীবনের ঘটনাবলি নিয়ে নির্মিত হয়েছে ‘হুব্বা’। হুগলির দাউদ ইব্রাহিম নামে পরিচিত ছিলেন হুব্বা। খুন, মারামারি, মাদক চোরাচালানসহ নানা অপরাধে তার দাপট ছিল। অসংখ্য মামলার এই আসামি একপর্যায়ে নির্বাচনেও দাঁড়ান! বৈচিত্র্যে ভরা সেই চরিত্রেই কাজ করেছেন মোশাররফ করিম। ফ্রেন্ডস কমিউনিকেশনস প্রযোজিত এই সিনেমায় পুলিশের ভূমিকায় আছেন ওপার বাংলার ইন্দ্রনীল সেনগুপ্ত। এছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে পৌলমী বসু, শ্রাবণী দাস, সৌমিক হালদার প্রমুখ।