Wednesday, 26 March 2025

   03:54:30 AM

logo
logo
ইরানের সাথে যুদ্ধ চায় না আমেরিকা : মুখপাত্র জন কারবি

1 year ago

আরএমপি নিউজ : মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কারবি বলেছেন, ইসলামী প্রাজতন্ত্র ইরানের সঙ্গে কোনো রকমের যুদ্ধে জড়াতে চায় না তার দেশ। জর্দানের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় আমেরিকার অন্তত তিন সেনা নিহত ও ৩০ জন আহত হওয়ার পর জন কারবি এই বক্তব্য দিলেন।

সোমবার সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, “সিরিয়া সীমান্তবর্তী জর্দানের টাওয়ার ২২ সামরিক ঘাঁটিতে যে হামলা হয়েছে তার কার্যকর প্রতিক্রিয়া দেখাবে আমেরিকা।” তবে তিনি জোর দিয়ে বলেছেন সম্ভাব্য জবাবের অর্থ ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে যাওয়া নয়।

তিন আরো বলেন, “আমরা ইরানের সাথে যুদ্ধ চাই না। মধ্যপ্রাচ্যে আমরা বৃহত্তর কোনো সংঘাত চাইছি না।”

জন কারবি তার ভাষায় দাবি করেন, আমেরিকা মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা, নিরাপত্তা এবং সমৃদ্ধি চায়। সে কারণে মার্কিন সেনাদের ওপর এ ধরনের হামলা বন্ধ হওয়া উচিত।

জর্দানের সামরিক ঘাঁটিতে হামলার জন্য ইরানের সাথে সম্পর্কযুক্ত প্রতিরোধ যোদ্ধাদের দায়ী করেছে আমেরিকা। তবে, এই হামলার সাথে কোনো রকমের সম্পর্ক থাকার কথা প্রত্যাখ্যান করেছে ইরান। খবর পার্সটুডে

সূত্র : ডিএমপি নিউজ