Sunday, 28 April 2024

   02:32:13 AM

logo
logo
শাহমখদুম থানার অভিযানে কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেপ্তার

1 month ago

শাহমখদুম থানার অভিযান গ্রেপ্তারকৃত কিশোর গ্যাংয়ের সদস্য। ছবি : আরএমপি নিউজ

আরএমপি নিউজ : রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার মোড়ে মুরগি কেনাকে কেন্দ্র করে মারপিটের ঘটনায়  কিশোর গ্যাংয়ের এক সদস্যকে গ্রেপ্তার করেছে আরএমপি’র শাহমখদুম থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি মো: সিফাত (২১) রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রামের মো: রাকিব আলীর ছেলে।

গতকাল ২২শে মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ রাত সাড়ে ৯ টায় শাহমখদুম থানার অফিসার ইনচার্জ মো: ইসমাইল হোসেনের নেতৃত্বে এসআই মো: জাহিদ হাসান ও তার টিম পবা নতুনপাড়া গাংপাড়া ব্রিজের উপর থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামি সিফাতকে গ্রেপ্তার করে।  

উল্লেখ্য, গত ১ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ দুপুরে শাহমখদুম থানার মোড়ে জনৈক নূর জামানের মুরগির দোকানে মুরগি কেনাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের কয়েকজন সদস্য দোকানদার নূর জামানকে মারপিট করে জখম করে। এছাড়াও আসামিরা তার দোকান থেকে ২০ হাজার টাকা নিয়ে চলে যায় এবং হত্যার হুমকি দেয়।

ঐ ঘটনার পরপরই অভিযান পরিচালনা করে কিশোর গ্যাংয়ের ৫ সদস্যকে গ্রেপ্তার করে শাহমখদুম থানা পুলিশ এবং অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রাখে।

গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।