Friday, 19 April 2024

   05:35:02 PM

logo
logo
মোট আটক ৩০ জন ও মাদকদ্রব্য উদ্ধার

4 years ago

গত ২৪ ঘন্টায় (১৮/০১/২০২০ খ্রিঃ ০০.০০ ঘটিকা হতে      ২৩.৫৯ ঘটিকা পর্যন্ত) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ৩০ জনকে আটক করা হয়েছে। রাজশাহীমহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-০৯ জন, রাজপাড়া থানা-০২ জন, চন্দ্রিমা থানা-০৩ জন, মতিহার থানা-০৩ জন, কাটাখালী থানা-০৫ জন, বেলপুকুর থানা-০৩ জন, শাহমখদুম থানা-০১ জন, পবা থানা-০১ জন, কাশিয়াডাঙ্গা থানা-০২ জন ও ডিবি পুলিশ-০১ জনকে আটক করে। যার মধ্যে ১৭ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ০৮ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ০৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বোয়ালিয়া থানা পুলিশ (১) মোঃ সেন্টু মিয়া (২৮)কে ১১ গ্রাম হেরোইন সহ আটক করে, (২) মোঃ আজমির @ আজমীর (১৯)কে ২৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে, (৩) মোঃ রাসেল পারভেজ @ কাজল (৩২)কে ২৭.৫ গ্রাম হেরোইন সহ আটক করে। চন্দ্রিমা থানা পুলিশ (১) মোঃ ইমান আলী (৫২)কে ০২ গ্রাম হেরোইন সহ আটক করে। মতিহার থানা পুলিশ (১) মোঃ মনিরুল ইসলাম @ মনির (২৪)কে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে। বেলপুকুর থানা পুলিশ (১) মোঃ হাবিবুর রহমান (৩৫)কে ০৪ গ্রাম হেরোইন সহ আটক করে। কাশিয়াডাঙ্গা থানা পুলিশ (১) ফিরোজ হাসান @ শাওন (২৯)কে ৫.৫০ গ্রাম হেরোইন ও ১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে এবং ডিবি পুলিশ (১) মোঃ শরিফুল ইসলাম (৪৮)কে ২০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।