Wednesday, 26 March 2025

   03:36:38 AM

logo
logo
আরএমপি'র কাশিয়াডাঙ্গা থানা পুলিশের অভিযানে ২৪ কেজি গাঁজা উদ্ধার; গ্রেপ্তার ২

1 month ago

আরএমপি নিউজ : রাজশাহী মহানগরী’র কাশিয়াডাঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে ২৪ কেজি গাঁজাসহ দুই জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কাশিয়াডাঙ্গা থানা পুলিশ। এছাড়া মাদক ব্যবসার কাজে ব্যবহৃত পিকআপ গাড়ি ও ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি নুর মোহাম্মদ (২০) ও মো: মাহাবুব আলম (২০)। নুর মোহাম্মদ চাঁদপুর জেলার কঁচুয়া থানার বরগী শ্রীরামপুর এলাকার মৃত আ: মালেকের ছেলে ও  মাহাবুব একই থানার পারাগাঁও ভূইয়াবাড়ী এলাকার মো: হুমায়ন কবিরের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, আজ ১১ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিষ্টাব্দ সকালে আরএমপি’র কাশিয়াডাঙ্গা ক্রাইম বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পংকজ কুমার দের সার্বিক তত্ত্বাবধানে কাশিয়াডাঙ্গা থানা পুলিশের একটি টিম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ও ওয়ারেন্ট তামিল ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, রাজশাহী শহরের দিক থেকে একটি পিকআপ গাড়িতে কাঠের গুঁড়ার নিচে গাঁজা নিয়ে কাশিয়াডাঙ্গা থানার বালিয়া মিঠুর মোড়ের দিকে আসছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে কাশিয়াডাঙ্গা থানার এসআই মো: মোস্তাক আহম্মেদ ও তাঁর টিম আজ পৌনে ১১ টায় কাশিয়াডাঙ্গা থানার বালিয়া মিঠুর মোড়ের উক্ত কাঠের গুঁড়া বোঝাই পিকআপ গাড়ীটি থামার জন্য সংকেত দেয়। সংকেত পেয়ে গাড়ির চালক কৌশলে পালানোর সময় চালক নুর মোহাম্মদ ও হেলপার মাহাবুব আলমকে গ্রেপ্তার করে, তবে এক ব্যক্তি পালিয়ে যায়। এরপর পিকআপ গাড়ীটি তল্লাশি করে পিকআপে থাকা কাঠের গুঁড়ার নীচ থেকে ২৪ কেজি গাঁজা উদ্ধার হয়। এছাড়া মাদক ব্যবসার কাজে ব্যবহৃত পিকআপ গাড়ি ও ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করে যে, তারা গাজীপুর জেলার কুনাবাড়ী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে আসছিল। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করে গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।