Wednesday, 26 March 2025

   04:25:52 AM

logo
logo
রাজশাহী মহানগরীতে অপারেশন ডেভিল হান্টের ৩ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ১২ জন

1 month ago

আরএমপি নিউজ : রাজশাহী মহানগরীতে যৌথ বাহিনীর অভিযান অপারেশন ডেভিল হান্টের ৩ জনসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে মোট ১২ জন গ্রেপ্তার হয়েছে।

 

সারাদেশের ন্যায় রাজশাহী মহানগরীতে অস্থিতিশীলতা সৃষ্টি প্রতিরোধে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালিত হয়েছে। গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ৩ জন গ্রেপ্তার হয়েছে। এছাড়াও আরএমপির অভিযানে ৯ জন গ্রেপ্তার হয়েছে যার মধ্যে মাদক মামলায় ২ জন এবং অন্যান্য অপরাধে ৭ জন।

 

অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তারকৃতরা হলেন: মো: আসকান আলী (৫৪), মো: আব্দুল লতিব ওরফে লতিফ (৪৫) ও মো: আবু জাফর ওরফে শিমুল (৩০)।

 

আসকান আলী রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার পবাপাড়ার মৃত শামসুল সরদারের ছেলে। সে শাহমখদুম থানা ১৮ নম্বর ওয়ার্ডের আওয়ামীলীগের সাবেক জয়েন সেক্রেটারি। আওয়ামীলীগ কর্মী আব্দুল লতিব কর্ণহার থানার চকদর্শনপাড়ার মৃত তোরাব আলীর ছেলে ও আবু জাফর রাজপাড়া থানার তেরখাদিয়া এলাকার মো: জয়নাল আবেদীনের ছেলে।

 

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।