করোনা ভাইরাস(কোভিন-১৯) এর বর্তমান উদ্বেগজনক পরিস্থিতি মোকাবেলায় এবং সংক্রমণ ও বিস্তার রোধে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার মহোদয় রাজশাহী মহানগরের বাসিন্দাদেরকে নিম্নলিখিত নির্দেশনা প্রদান করেছেনঃ
১। প্রতিদিন সন্ধ্যা ছয়টার পর হতে সকাল ছয়টা পর্যন্ত ঔষধের দোকান ব্যতীত সকল প্রকার দোকান বন্ধ থাকবে।
২। রাজশাহী মহানগরের বাহির হতে কোন প্রকার যানবাহন বা ব্যক্তি জরুরী প্রয়োজন ছাড়া মহানগরে প্রবেশ করতে পারবেন না বা বাহির হতে পারবেন না।
৩। মহানগরের কোন বাসিন্দা জরুরী প্রয়োজন ব্যতিত বাড়ির বাইরে বের হবেন না এবং অযথা কোন যানবাহন রাস্তায় চলাচল করা যাবে না।
(জরুরী সেবা, চিকিৎসা সেবা, ভোগ্য পণ্য, কৃষি পণ্য, রপ্তানিপণ্য ইত্যাদি পরিবহনকার্যে নিয়োজিত ব্যক্তি ও যানবাহন এ নির্দেশের আওতামুক্ত থাকবে)
অবিলম্বে এই নির্দেশনা কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া
পর্যন্ত বলবৎ থাকবে। উল্লেখিত নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত
ব্যবস্থা গ্রহন করা হবে।
