Friday, 19 April 2024

   07:33:24 PM

logo
logo
রাসায়নিকমুক্ত ফল নিশ্চিতকরণের লক্ষ্যে গঠিত নজরদারী(Surveillance) কমিটির প্রথম দিনের কার্যক্রম পরিচালনা

4 years ago

রাজশাহী মেট্রোপলিটন অধিক্ষেত্রে রাসায়নিকমুক্ত ফল নিশ্চিতকরণের লক্ষ্যে গঠিত নজরদারী(Surveillance) কমিটির প্রথম দিনের কার্যক্রম পরিচালনা করে। নগরীর বিভিন্ন বাজার এবং ফলের আড়তে নজরদারী কমিটি যায় ও বিভিন্ন ফল পর্যবেক্ষন
করেন্ধসঢ়;। কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন ফল ব্যবসায়ীকে রাসায়নিকমুক্ত ফল
বিক্রয়ের জন্য নির্দেশনা প্রদান করেন। এ কার্যক্রম পরিচালনাকালে উপস্থিত ছিলেন
জনাব মোঃ সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার, জনাব মোঃ আমীর জাফর,
উপ-পুলিশ কমিশনার(বোয়ালিয়া), জনাব মোঃ আবু আহম্মেদ আল মামুন, উপ-
পুলিশ কমিশনার(গোয়েন্দা শাখা), অতিঃ উপ-পুলিশ কমিশনার(বোয়ালিয়া) জনাব
মোঃ আব্দুর রশিদ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, রাজশাহীগন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রাজশাহী এর সহকারী পরিচালক জনাব মোঃ মারুফ হাসান সহ বোয়ালিয়া থানা পুলিশ ও গোয়েন্দা শাখার বিভিন্ন স্তরের পুলিশ সদস্যগন। এ
কার্যক্রম অব্যহত থাকবে। সকলকে সহযোগীতার অনুরোধ করা হইয়াছে।