গত ২৪ ঘন্টায় (২৪/১১/২০২০ খ্রিঃ ০০.০০ ঘটিকা হতে ২৩.৫৯ ঘটিকা পর্যন্ত) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ৩৭ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-১০ জন, রাজপাড়া থানা-০৪ জন, চন্দ্রিমা থানা-০৩ জন, মতিহার থানা-০২ জন, কাটাখালী থানা-০৩ জন, বেলপুকুর থানা-০১ জন, শাহমখদুম থানা-০২ জন, এয়ারপোর্ট থানা-০১ জন, পবা থানা-০২ জন, কাশিয়াডাঙ্গা থানা-০৫ জন ও ডিবি পুলিশ-০৪ জনকে আটক করে। যার মধ্যে ১৭ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ০৯ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১১ জন গ্রেফতার করা হয়েছে। বোয়ালিয়া মডেল থানা পুলিশ (১) মোসাঃ রোকসানা (২৯) কে ২০০ গ্রাম গাঁজাসহ আটক করে, (২) মোঃ রবিউল কে ৩০ পিস ইয়াবাসহ আটক করে। রাজপাড়া থানা পুলিশ (১) মোঃ রফিকুল ইসলাম (৪৬) কে ১৪ গ্রাম হেরোইনসহ আটক করে। মতিহার থানা পুলিশ (১) মোঃ লালন (৩০) কে ৩.২৫ গ্রাম হেরোইন ও ০৪ পিস ইয়াবাসহ আটক করে। কাটাখালী থানা পুলিশ (১) মোঃ বুলবুল ইসলাম (৩২) কে ০৭.৭৫ গ্রাম হেরোইনসহ আটক করে ও ডিবি পুলিশ (১) মোঃ রতন আলী (২৪), (২) আদম প্রামাণিক (৩৫) ও (৩) মোঃ প্রান্ত (২৫) কে ৩০ পিস ইয়াবা ও ৩৬ গ্রাম গাঁজাসহ আটক করে, (৪) মোঃ রাজীব হোসেন @হিরো (২৫) কে ৭০ পিস ইয়াবাসহ আটক করে আটক করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
