Tuesday, 03 December 2024

   02:40:04 AM

logo
logo
করোনা ভাইরাস সংক্রমণ রোধে প্রেস রিলিজ

4 years ago

এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সংক্রামক ব্যাধি নভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) বিস্তার রোধে মন্ত্রীপরিষদ বিভাগ এর প্রজ্ঞাপন অনুযায়ী সাধারণ ছুটি চলাকালে এক জেলা হতে অন্য জেলা এবং এক উপজেলা হতে অন্য উপজেলায় জনসাধারনের চলাচল নিষেধ এবং রাত ০৮.০০ ঘটিকা হতে সকাল ০৬.০০ ঘটিকা পর্যন্ত অতীব জরুরী প্রয়োজন ব্যতীত কোনভাবেই বাড়ির বাহিরে না আসার জন্য নির্দেশনা জারী করা হয়েছে। এর ধারাবাহিকতায় রাজশাহী মহানগর এলাকায় মহামারীর বিস্তাররোধ নিমিত্ত রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ৩১, ৪০ ও ৪১ (ক), (খ) ধারায় অর্পিত ক্ষমতাবলে রাজশাহী মহানগরী এলাকায় অদ্য ১৭/৫/২০২০খ্রিঃ তারিখ হতে সরকার কর্তৃক পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অতি প্রয়োজন ব্যতিরেকে আন্তঃজেলা/উপজেলা যোগাযোগ/জনসাধারনের চলাচল অর্থাৎ মহানগরী হতে জনসাধারনের বহির্গমন এবং মহনগরীতে প্রবেশ এবং রাত ০৮.০০ ঘটিকা হতে সকাল ০৬.০০ ঘটিকা পর্যন্ত অতীব জরুরী প্রয়োজন ব্যতীত বাড়ির বাহিরে আসা নিষিদ্ধ ঘোষনা করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।