রাজশাহী মহানগর এলাকায় কোভিড-১৯ সংক্রমিত প্রথম ব্যক্তি জনাব উম্মে কুলসুম পরিপূর্ণভাবে সুস্থ হয়ে বোয়ালিয়া মডেল থানার সদস্যদের প্রতি তাঁর কৃতজ্ঞতা প্রকাশ করতে আসলে বোয়ালিয়া মডেল থানার সহকারি পুলিশ কমিশনার জনাব ফারজিনা নাসরিন, অফিসার ইনচার্জ জনাব নিবারন চন্দ্র বর্মন,পিপিএম ও অন্যান্য অফিসারগণ তাকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন| উল্লেখ্য যে, তাঁর পরিবারে আড়াই বছরের কন্যা শিশুসহ মোট ৬ জন সদস্যের মধ্যে তিনিসহ ৩ জন কোভিড-১৯ এ সংক্রমিত হয়েছিলেন| বর্তমানে তাঁরা সকলেই সুস্থ আছেন| সকলেই পরবর্তীতে ৩ বার পরীক্ষা করিয়েছন যার ফলাফল নেগেটিভ এসেছে|
