Tuesday, 18 February 2025

   06:32:21 PM

logo
logo
পুলিশ, আনসার ও সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা।

4 years ago

পুলিশ, আনসার ও সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা। দেশে করোনার এই দুর্যােগে পুলিশ পেশাগত দায়িত্ব পালন করে চলেছে। তাঁরা মানুষের সাহায্য-সেবায় নিয়োজিত হচ্ছেন। সাংবাদিকদের ছুটে যেতে হচ্ছে হাসপাতাল থেকে সমাধিস্থল পর্যন্ত। দায়িত্ব পালন করতে গিয়ে এই দুই পেশার অনেক মানুষই আক্রান্ত হয়েছেন। পৃথিবী ছেড়ে চলে গেছেন অনেকে।  পুলিশ, সাংবাদিক, আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতি আমরা জানাই শ্রদ্ধা।  করোনায় আমরা যাঁদেরকে হারিয়েছি তাঁদের প্রতি সম্মান জানাতে প্রথম আলোর এই বিশেষ ধারাবাহিক আয়োজনের তৃতীয় পর্ব ছাপা হলো আজ। আগামীকাল দেখুন ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনসহ বিভিন্ন শ্রেনি ও পেশার মানুষের প্রতি প্রথম আলোর শ্রদ্ধার্ঘ নিয়ে চতুর্থ পর্ব