Help Line

You are under surveillance.
Your IP: 98.80.143.34

  • Emergency Helpline : 999
  • RMP Control Room : 01320063998
  • RMP Control Room Inspector : 01320063999
Victim Support Center

ভিকটিম আমাদেরই একজন, তার নিরাপদ সুরক্ষা সর্বাগ্রে প্রয়োজন।

নারী ও শিশুদের নিরাপদ সুরক্ষার জন্য আপনাদের পাশেই আছে, ভিকটিম সাপোর্ট সেন্টার, রাজশাহী

ভূমিকা

আমাদের পরিবারে ও সমাজে অসংখ্য নারী ও শিশু প্রতিদিন পাচার, এসিডদগ্ধ, ধর্ষণ, যৌন নিপীড়নসহ পারিবারিক সহিংসতার শিকার হচ্ছে। এ ধরণের নির্যাতনের ভয়াবহতা, কষ্ট, যন্ত্রনা বা ক্ষতি পরিমাপ করা কখনোই কারো পক্ষে সম্ভব নয়। আমরা বাইরে থেকে যে ধরণের শারীরিক, মানসিক বা আর্থিক ক্ষতি দেখতে পাই, এটা প্রকৃত চিত্র নয়। এর পরিনাম এতটাই ভয়াবহ যে, অনেকেরই স্বাভাবিক ভাবে বেড়ে ওঠা বাধাগ্রস্ত হয়, কেউ বা বিচ্ছিন্ন হয়ে পড়ে সমাজ থেকে। মানসিক ভারসাম্যও হারিয়ে ফেলে কেউ কেউ, আবার কারো ক্ষেত্রে সর্বশেষ পরিণতি হয় করুন মৃত্যু। সময়মত ও পেশাগত সেবা প্রদানের মাধ্যমে সহিংসতার শিকার নারী ও শিশুদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব। আর এ প্রক্রিয়াটিকে বাস্তবায়নের জন্য পুলিশ, ডাক্তার, বিচারক, আইনজীবী, কাউন্সিলর, সমাজকর্মীসহ সমাজের সকল স্তরের জনসাধারণের প্রত্যক্ষ/পরোক্ষ অংশগ্রহণ ও সহযোগিতার প্রয়োজন।

বিভিন্ন সহিংসতার শিকার নারী ও শিশুদের পেশাগত সেবা প্রদানের জন্য ভিকটিম সাপোর্ট সেন্টার, শাহমুখদুম থানা কম্পাউন্ড, রাজশাহী, পিআরপি ও ইউএনডিপির সহায়তায় ১৪ সেপ্টেম্বর ২০১৩ খ্রি: হতে যাত্রা শুরু করে। যাত্রা শুরুর পর থেকে ১০ (দশ) টি এনজিওর সহায়তায় কাজ করে চলেছে ভিকটিম সাপোর্ট সেন্টার।



উদ্দেশ্য

বিভিন্ন সহিংসতার শিকার নারী ও শিশু ধর্ম-গোত্র নির্বিশেষে সেবা গ্রহণ করতে পারবেন। ভিকটিম সাপোর্ট সেন্টারের উদ্দেশ্য...

১) সামাজিক ও সাংস্কৃতিক বাধা দূর করে নারী ও শিশুর প্রতি সংগঠিত ঘটনা রিপোর্টিং-এর সুযোগ নিশ্চিত করা;

২) সেবা প্রদানের মাধ্যমে নারী ও শিশুদের সুরক্ষা ও আইনগত অধিকার রক্ষায় কার্যকরী ভূমিকা পালন করা;

৩) সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ে সর্বোত্তম সেবা প্রদান করা;

৪) সহিংসতায় শিকার নারী ও শিশুদের সবধরণের আইনী সহায়তা নিশ্চিত করা;

৫) সহিংসতায় শিকার নারী ও শিশুদের সবধরণের চিকিৎসা সহায়তা নিশ্চিত করা;

৬) সহিংসতার শিকার নারী ও শিশুদের ট্রমা থেকে বের করে আনার জন্য মনো-সামাজিক কাউন্সেলিং করা;

৭) সহিংসতার শিকার নারী ও শিশুদের পুনরায় ভিকটিম হওয়া থেকে রক্ষা করা;

৮) সহিংসতা সংক্রান্ত তথ্যাদি সংরক্ষণ এবং বিশ্লেষণপূর্বক পরবর্তী কার্যক্রম গ্রহণ করা;

৯) ভিকটিমকে পরিবারে একত্রীকরণের ব্যবস্থা গ্রহণ;

১০) তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা এবং নিরাপত্তা নিশ্চিত করা;

১১) ভিকটিমের পুনর্বাসন সহায়তার প্রয়োজন হলে সরকারি বা বেসরকারি সংস্থায় প্রেরণ করা।



প্রশিক্ষিত নারী পুলিশ ও এনজিওর সমন্বয়ে পরিচালিত ভিকটিম সাপোর্ট সেন্টার থেকে ২৪ ঘন্টা ব্যাপী যেসব সেবা দেওয়া হয়

১) সহিংসতার শিকার নারী ও শিশুদের সাদরে ও সম্মানের সাথে গ্রহণ;

২) ভিকটিমের কথা মনোজ সহকারে শোনা ও সমস্যা চিহ্নিতকরণে সহায়তা;

৩) অভিযোগ লিপিবদ্ধকরণ

৪) থানা/আদালতে মামলা রুজুর ক্ষেত্রে সহায়তা প্রদান;

৫) আইনগত প্রক্রিয়া সম্পকে সচেতন করা;

৬) জরুরি চিকিৎসা সেবা প্রদান এবং প্রয়োজনে ভিকটিমকে সাথে নিয়ে চিকিৎসা কেন্দ্রে যাওয়া;

৭) তদন্ত কার্যক্রমে সহায়তা এবং অগ্রগতি সম্পর্কে অবহিতকরণ;

৮) মনো-সামাজিক কাউন্সেলিং

৯) ভপ্রয়োজনে সর্বোচ্চ ৫ দিন পর্যন্ত ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখার ব্যবস্থা করা;

১০) ভিকটিম সাপোর্ট সেন্টারে অবস্থানকালীন সময়ে বিনামূল্যে খাদ্য, পোশাক, বিনোদন, ঔষধ সরবরাহ করা;

১১) আইনগত সহায়তা, পরিবারে একত্রীকরণ ও পুনর্বাসন সহায়তার জন্য সরকারি ও বেসরকারি সংস্থায় প্রেরণ।



বিঃ দ্রঃ সহিংসতায় শিকার নারীদের ক্ষেত্রে যে কোনো বয়স এবং ছেলে শিশুর ক্ষেত্রে ০ থেকে ৮ বছর বয়স পর্যন্ত সেবা দেওয়া হয়


সহযোগী সংস্থাসমূহ

১) বাংলাদেশ মহিলা পরিষদ, রানীবাজার (জামে মসজিদের বাম পার্শে), ঘোড়ামারা, রাজশাহী, মোবাইল: ০১৭১২-৮০৩৮৮০

২) এসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট, বাড়ি নং এইচ ৪১, সাগরপাড়া, ঘোড়ামারা, রাজশাহী, মোবাইল: ০১৭১৬-৫৬০৪৪৯

৩) বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি, ২১ নং ওয়ার্ড কার্যালয়ের পার্শে শিরোইল মহলদার পাড়া, বোয়ালিয়া, রাজশাহী, মোবাইল: ০১৭১১-৮০০৪০২

৪) বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট, অ্যাডভোকেট বার সমিতি, ১নং নতুন ভবনের তৃতীয় তলা, পূর্ব পার্শে, রাজশাহী কোর্ট, রাজশাহী-৬২০১, ফোন: ০৭২১-৮১১৫৩৩

৫) মেরি স্টোপস, বাড়ি নং ৩৫১/৩৫৮, বর্ণালী মোড় গ্রেটার রোড, রাজশাহী, মোবাইল: ০১৭১২-৫০২৩৭৮

৬) ফাউন্ডেশন ফর ওমেন এন্ড চাইল্ড অ্যাসিস্ট্যান্স, ৩১৭ হেলেনাবাদ হাই স্কুল রোড, রাজশাহী, মোবাইল: ০১৭১৫-০৩২৪৩৯

৭) বাংলাদেশ মহিলা পরিষদ (রাবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় পশ্চিম কোয়ার্টার, মতিহার, রাজশাহী, মোবাইল: ০১৭২৭-০৯৮৩৭৬

৮) অ্যাকশন ও ডিজ্যাবিলিটি এন্ড ডেভেলপমেন্ট, বাড়ি নং ৩৪, ভাটাপাড়া পার্কের মেইন গেট, রাজশাহী, মোবাইল: ০১৭১০-০৬১৬৮৬

৯) জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, ৭৬১৭৩৬ তেরখাদিয়া স্টেডিয়ামের বাড়ি নং ৯২, নতুন বিল সিমলা, রাজশাহী, মোবাইল: ০১৮৩৪-২৩১৭৬১

১০) জেলা সমাজ সেবা অধিদপ্তর, উপ পরিচালকের কার্যালয়, আমবাগান, উপশহর, রাজশাহী, ফোন: ০৭২১-৭৬২১৮৩



সেবা প্রাপ্তির সুযোগ

নারী ও শিশুর প্রতি সহিংসতা হওয়ার সাথে সাথে আপনি ভিকটিম সাপোর্ট সেন্টারে এসে বা টেলিফোনে বিষয়টি অবহিত করতে পারবেন। এক্ষেত্রে প্রয়োজনীয় গোপনীয়তা রক্ষা করা হবে। নারীদের দ্বারা ভিকটিম সাপোর্ট সেন্টার পরিচালিত হওয়ায় আপনার প্রতি সংগঠিত সহিংসতার ঘটনাটি বিলম্ব না করে এখনই যোগাযোগ করুন।

যোগাযোগের ঠিকানা

ভিকটিম সাপোর্ট সেন্টার
শাহমুখদুম থানা কম্পাউন্ড
রাজশাহী
ফোন : ০৭২১-৭৬১৭৪৪
মোবাইল : ০১৭৬৯-৬৯০৪১৪